২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

হোটেলে ফিরে গেছে দুই দল; বৃষ্টিতে শেষ প্রথম সেশন

- Advertisement -

কানপুর টেস্টের দ্বিতীয় দিনে হানা দিয়েছে বৃষ্টি। যার কারনে প্রথম সেশনে মাঠে গড়ায়নি একটি বলও। বৃষ্টি একবার থামলেও আবারও শুরু হয়েছে। তাই মাঠে ফিরে গেছে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়রা।

বাংলাদেশ সময় অনুযায়ী দশটায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় দিনের খেলা। তবে সকাল থেকেই কানপুরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। খেলা কখন শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। তবে বেশ যে দেরি হবে তা এক প্রকার নিশ্চিত।

কানপুরে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে সমানে সমানে লড়াই করেছে দুই দল। নতুন বলে ভারতীয় বোলারদের খুব একটা সুবিধা করতে দেয়নি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। যদিও ৩ উইকেট হারিয়েছে সফরকারীরা। তবে মেঘাচ্ছন্ন আকাশ ও কন্ডিশনের সুবিধা নিতে ভারত আগে যে কারণে বল করার সিদ্ধান্ত নিয়েছিল তা হতে দেয়নি বাংলাদেশ।

প্রথম দিনে বৃষ্টি বাধায় খেলা হয়েছে ৩৫ ওভার, ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৭ রান। দ্বিতীয় দিনে ৪০ রানে অপরাজিত থেকে মাঠে নামবেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ব্যাট করবেন ৬ রানে অপরাজিত থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img