১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পরিত্যক্ত প্রথম সেশনের খেলা, পরবর্তী পরিদর্শন সাড়ে ১২টায়

- Advertisement -

কানপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। সকাল থেকে বৃষ্টি না থাকলেও খেলা হচ্ছে না প্রথম সেশন। বাংলাদেশ সময় সাড়ে ১০টায় মাঠ পরিদর্শের পর তাতে সন্তুষ্ট হতে পারেননি মাঠ কর্মকর্তারা।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, মাঠের মধ্যে তিনটি সুপার সপার মেশিন দিয়ে মাঠের বাউন্ডারি সংলগ্ন পানি নিষ্কাশনের শেষ মুহূর্তের কাজ চলছে। মাঠকর্মীরা স্পঞ্জও ব্যবহার করছেন পানি শুকাতে।

ধারাভাষ্যকারের দায়িত্বে থাকা বাংলাদেশি আতহার আলী খানকে নিয়ে পিচ রিপোর্ট করেছিলেন মুরালি কার্তিক। তাদের মতে উইকেটে আদ্রতার সুযোগ নেবে ভারতীয়র পেস বোলাররা।

উইকেটে ও মাঠ প্রস্তুতির কাজ তত্ত্বাবধান করছেন ম্যাচের রিজার্ভ আম্পায়ার বীরেন্দ্র শর্মা। দ্বিতীয় দফায় স্থানীয় সময় বেলা ১২টায় আবারও মাঠের অবস্থা পর্যবেক্ষণ করতে আসবেন ম্যাচ কর্মকর্তারা।

প্রথম দিনে বৃষ্টি বাধায় খেলা হয়েছে ৩৫ ওভার, ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৭ রান। দ্বিতীয় দিনে তো খেলাই হলো না। আগামীকাল ৪০ রানে অপরাজিত থেকে মাঠে নামবেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ব্যাট করবেন ৬ রানে অপরাজিত থেকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img