২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

দুর্দান্ত জয়, সিরিজ জিতল পাকিস্তান

- Advertisement -

প্রথম ম্যাচে করেছিলেন সেঞ্চুরি, দ্বিতীয় ম্যাচে ফিফটি, তিন নম্বর ম্যাচে দুটোর একটিও না, তবে ওপেনিংয়ে মোহাম্মদ রিজওয়ানের ৪২ রানের ইনিংস কম গুরুত্বপূর্ণ না। রিজওয়ানের সাথে বাবর আজম, সাউথ আফ্রিকার ছুড়ে দেওয়া দেড়শোর্ধ টার্গেট সহজই মনে হচ্ছিল পাকিস্তানের কাছে।

সেটাই হয়েছে, ম্যাচ জমেছে, তবে জয়টা পাকিস্তানের, ৫ উইকেটে। শেষদিকে হাসান আলী খেলেছে ১১ বলে ২০ রানের ক্যামিও।

রিজওয়ান, বাবরের আগে সফররতদের ইনিংসের পুরোটাই মিলার কাব্য। সাউথ আফ্রিকার শুরুটা হয়েছিল বাজে, তবে মিলারের ৮৫ রানের ইনিংস দিয়েছে লড়াইয়ের ভীত, পাকিস্তানের হয়ে জাহিদ মাহমুদ নিয়েছে ৩ উইকেট, হাসান আলী ২।

সিরিজে ছিল ১-১ সমতা। এই জয়ে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img