১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাদালের বিদায়

- Advertisement -

৪ ঘন্টা ৫ মিনিটের লড়াই, প্রথম দুই সেটে এগিয়ে থাকা; তারপরও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারের বাধা পার করতে পারেননি রাফায়েল নাদাল। পুরুষ এককের দ্বিতীয় বাছাই নাদাল হেরেছে পঞ্চম বাছাই গ্রিসের স্টেফানোস সিসিপাসের সাথে।

মেলবোর্নের রড লেভার অ্যারানায় শুরুর দুই সেট ৬-৩ ও ৬-২ ব্যবধানে জিতে সেমির পথে নাদালই ছিলেন ফেভারিট। কিন্তু তৃতীয় সেট টাইব্রেকে ৭-৬ এ জিতে ম্যাচে টিকে থাকার পাশাপাশি বাড়তি আত্মবিশ্বাসও পেয়ে যান পঞ্চম বাছাই সিসিপাস, চতুর্থ সেট জেতেন ৬-৪ ব্যবধানে।

কামব্যাকের ষোলকলা পূর্ণ হয় শেষ সেটে, স্টেফানোস সিসিপাসের গতি, শক্তি আর আক্রমণাত্মক মানসিকতার কাছে ৭-৫এ হেরে, একুশতম গ্র্যান্ডস্ল্যামের আশায় আপাতত ফুলস্টপ বসিয়েছেন “এল ম্যাটাডোর”

টানা ১৪ সেট জেতা নাদলই কিনা টানা ৩ সেট জিতে অস্ট্রেলিয়ান ওপনে থেকে ছিটকে গেলেন! ভক্তদের অবিশ্বাস্য লাগবে যখন জানবেন, টেনিস ইতিহাসেরই তৃতীয় ব্যক্তি সিসিপাস, যিনি প্রথম দুই সেট পিছিয়ে থেকেও রাফায়েল নাদালকে হারিয়েছেন। সেই হিসাবে পুরুষ এককের পঞ্চম বাছাই, স্টেফানোস সিসিপাস; একটু বাড়তি বাহবা পেতেই পারেন।

ম্যাচ শেষে জানিয়েছেন, “দুই সেট হারার পরও আমি শান্ত ছিলাম। চেষ্টা করেছি মাথা যেন গরম না হয়। ম্যাচের ফলই বাকিটা বলে দিচ্ছে”

সেমিফাইনালে স্টেফানোস সিসিপাসের প্রতিপক্ষ রাশিয়ার দানিয়েল মেদভেদেভ। নাদাল-সিসিপাস ম্যাচের আগেই অবশ্য সেমি নিশ্চিত করেছিলেন মেদভেদেভ। হারিয়েছেন বন্ধু আন্দ্রেই রুবলেভকে, ক্যারিয়ারে প্রথমবার উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় ৭-৫, ৬-৩ ও ৬-২ সেটে রুবলেভকে হারিয়েছেন পুরুষ এককের চতুর্থ বাছাই মেদভেদেভ।

দুই রাশিয়ান বন্ধু এমনিতে ডাবলস পার্টনার, তাই সিঙ্গেলে তাদের দেখা হয়ে যাওয়া; তাও কোয়ার্টার ফাইনালে; মেলবোর্নের তীব্র গরমকে যেন আরো তাঁতিয়ে দিয়েছিলো। দুইজনই কোর্টে নেমেছিলেন চলতি বছর অপরাজিত থাকার রেকর্ড নিয়ে, দুইজনই জিতেছেন টানা আট ম্যাচ। নবম লড়াইয়ে পুরুষ এককের সপ্তম বাছাই আন্দ্রেই রুবলেভের হার সরাসরি সেটে। এই নিয়ে হেড টু হেডে চার দেখায় বন্ধু আন্দ্রেই রুবলেভের সাথে সবগুলোই জিতলেন দানিয়েল মেদভেদেভ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img