৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

হোঁচট খেল ক্লাব চ্যাম্পিয়নরা

- Advertisement -

চলতি মৌসুমে একে একে ছয়টি শিরোপা ঘরে তোলা বায়ার্ন মিউনিখকে হারানো চাট্টিখানি কথা নয়। বুন্দেসলিগায় গত ছয় ম্যাচ ধরাছোঁয়ার বাইরে থাকা বায়ার্ন নেমেছিলো আইনট্রাখ ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে।

বায়ার্নের আক্রমণভাগ আটকে বল নিজেদের কাছে রাখার চেষ্টায় মরিয়া ফ্রাঙ্কফুর্ট সফল হয় তারা দশ মিনিটেই। আটজন বাভারিয়ান ঘিরেও আটকাতে পারে নি জাপানিজ মিডফিল্ডার কামাদাকে। বিরতির দশ মিনিট আগে ফ্রাঙ্কফুর্টের আরো এক গোল, তবে এটিকে বিস্ময়কর বললেও ভুল হবে না। নাপোলি থেকে ধারে আসা আমিন ইউনেসের ডান পায়ের কোণাকুণি শট, প্রায় বিশ গজ দূর থেকে উড়ে এসে জালে জড়ায়।

সুযোগের দেখা মেলে তো গোলের দেখা মেলে না। দ্বিতীয়ার্ধে গোল মেশিন লেভানডফস্কির গোলে কিছুটা স্বস্তি ফেরে। তবে পরাজয় এড়াতে পারেনি বায়ার্ন। সব মিলে ১১ ম্যাচ অপরাজিত থাকা ফ্রাঙ্কফুর্টের কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে টেবিল টপার বায়ার্ন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img