আইপিএলের নিলামে তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি, কাইল জেমিসন সেখানে বিক্রি হয়েছেন ১৫ গুণ বেশী দামে। নিউজিল্যান্ডের জেমিসনকে এতো দামে কেন কেনা হলো সেটা হয়তো তিনে নিজেও হয়তো জানেন না। নিলামে পর নিজেকে প্রমাণের মঞ্চ ছিল আন্তর্জাতি টি-টোয়েন্টি, সেখানে বলতে গেলে ব্যর্থ জেমিসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভার বল করে নতুন এই মিলিয়নিয়ার রান দিয়েছেন ৩২, উইকেট কেবল একটি।
তার আগে সব ফ্লাডলাইটের আলোয় নিজেকে রাঙ্গিয়েছেন ডেভন কনওয়ে। অপরাজিত ছিলেন ৯৯ রানে, নিউজিল্যান্ড তুলেছে ১৮৪ রান। অজি বোলারদের খরুচে বোলিংয়ের রাতে জাম্পা ছিলেন ইকোনমিকাল, নির্ধারিত ৪ ওভারে দিয়েছেন ২০ রান। রিচার্ডসন এবং সামস নিয়েছেন দুটি করে উইকেট।
নিউজিল্যান্ডের মাঠ ছিল দর্শকে ভর্তি, তার মধ্যে যদি কোনো অজি সাপোর্টার থেকেও থাকেন তবে হয়তো তাকে হতাশই হতে হয়েছে। শুরু থেকেই উইকেট হারিয়েছে অজিরা, অস্ট্রেলিয়া অল আউট হয়েছে ১৩১ রানে।
ইশ সৌদি নিয়েছেন ৪ উইকেট, দুটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোলাট এবং টিম সাউদি। নিউজিল্যান্ড জয় পেয়েছে ৫৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১৮৪/৫ (২০ ওভার) (কনওয়ে ৯৯*, ফিলিপস ৩০, জ্যাম্পা ৩-০-২০-০, জাই রিচার্ডসন ৪-০-৩১-২)
অস্ট্রেলিয়া: ১৩১ (১৭.৩ ওভার) (মার্শ ৪৫, জ্যাম্পা ১৩*, সৌদি ৪-০-২৮-৪, সাউদি ৩-০-১০-২)।