বয়স হয়ে গেছে ৪১, অথচ ব্যাটে সেই পুরনো তেজ। বয়স নাকি কেবলই সংখ্যা, ক্রিস্টফার হেনরি গেইল প্রমাণ করে ছেড়েছেন তা। খেলছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তবে দুই ম্যাচ খেলেই ফিরতে হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। কারণ সব পরিকল্পনা অনুযায়ী চললে শ্রীলংকার বিপক্ষে খেলবেন গেইল।
পাকিস্তান সুপার লিগে সময়টা ভালোই যাচ্ছিল গেইলের। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে প্রথম ম্যাচে করেছিলেন ২৪ বলে ৩৯, দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ৬৮। ইচ্ছা থাকলেও আপাতত খেলা হচ্ছে পিএসএল। তবে ফিরতে চান শেষভাগে।
পাকিস্তান সুপার লিগ ছেড়ে যাওয়া দুঃখজনক। কারণ পুরো মৌসুম খেলে সমর্থকের উল্লাসের উপলক্ষ এনে দিতে চেয়েছিলাম। তবে দ্বিতীয় পর্যায়ের জন্য লাহোরে ফিরতে মুখিয়ে আছি।
সোমবার গেইল ঝড় তুলেছিলেন ঠিকই তবে হারতে হয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে। দুই ম্যাচে হারে তালিকার শেষে আছে কোয়েটা।