বিপদ যেন পিছু ছাড়ছেনা গলফ তারকা টাইগার উডসের। অল্পের জন্য বেঁচে গেছেন। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উডস। তবে গাড়ির অবস্থা দেখে মনে হয়েছিল তিনিও বাঁচবেন না। দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়ের পাশ দিয়ে নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যান। গড়িটি পড়ার সময় কয়েকবার পাক খায়। কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন কিংবদন্তী মার্কিন গলফার। তবে মারাত্মক আহত হয়েছেন।
উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসের রোলিং হিলস এস্টেট ও র্যাঞ্চো পালোসা ভার্দাস সীমান্তে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন উডস। পরে তাকে কোনোমতে বিধ্বস্ত গাড়ি থেকে বের করা হয়েছে। গভীর রাতে তাঁর অস্ত্রোপচার শুরু হয়েছে। পায়ে বেশ কয়েকটি অস্ত্রাপচার লাগবে এমন তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গেল মাসেই পঞ্চমবারের মতো টাইগার উডসের পিঠে অস্ত্রোপচার করা হয়। পরে এক টুইট বার্তায় তার সার্বিক অবস্থা জানিয়েছে উডসের পরিবার