টেস্টের প্রথম দিনেও কেউ হয়তো ভাবেনি দেড় দিনেই শেষ হবে আহমেদাবাদ টেস্ট। ম্যাচের আগে উইকেটে ঘাস নিয়ে কথা হয়েছে অনেক, ট্রেন্ডিংয়েও ছিল আহমেদাবাদের উইকেট। ম্যাচে তা হয়ে উঠল স্পিন ত্রাস। এমন উইকেটকে নিশ্চিতকরেই কাঠগড়ায় দাঁড় করানো যায়।
প্রথমদিনে ইংল্যান্ডের ১১২ রানের বিপরীতে ৩ উইকেট খরচায় ৯৯ রান নিয়ে দিনশেষ করে ভারত। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪৬ রান তুলতেই ভারত হারিয়েছে ৭ উইকেট। রুট নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফাইফার, লিচ নিয়েছেন ৪ উইকেট।
ইংল্যান্ডের সামনে সুযোগ ছিল ম্যাচে ফেরার, তবে দ্বিতীয় ইনিংসে আরও নাজেহাল ইংলিশরা। একশোর আগেই অল আউট রুট-স্টোকসরা। ভারতের হয়ে উজ্জ্বল আক্সার, অশ্বিন ছুঁয়েছেন ৪০০ উইকেটের গন্ডি।
ভারতের সামনে পঞ্চাশের কম লক্ষ্য। ব্যাটিংয়ে কোনো বেগ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে। গিলের সঙ্গে রোহিত, ভারতের জয় ১০ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১১২ (১ম ইনিংস)
ভারত: ১৪৫ (১ম ইনিংস)
ইংল্যান্ড: ৮১ (২য় ইনিংস)
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪৯) ৪৯/০
ভারত ১০ উইকেটে জয়ী