২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

আমির দুনিয়ার সেরা বোলার: ইমাদ

- Advertisement -

ক্রিকেট বিস্ময় থেকে নো বল কেলেঙ্কারি; ফিক্সিং, জেল, নির্বাসন তারপর ফিরে আসা, আবার বিদায়। মোহাম্মদ  আমির, যেন আক্ষেপে ভরা জীবন্ত রুপকথা। ফিক্সিংয়ের ফিরেছিলেন ক্রিকেটে। তার ধারণা সামর্থ্য অনুযায়ী সুযোগ পাচ্ছেন না, তাই ইঙ্গিত দিয়েছিলেন অবসরের।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য মোহাম্মদ আমির নিয়মিত নামই। এখন করাচি কিংসের হয়ে খেলছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। শুক্রবার হাতে ৩৪ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট; আছে একটি মেইডেন ওভারও।

মুলতানের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছে করাচি। দলটির অধিনায়ক ইমাদ ওয়াসিম প্রশংসায় ভাসিয়েছেন মোহাম্মদ আমিরকে। ইমাদ ওয়াসিমের চোখে শুধু পাকিস্তান না গোটা দুনিয়ার সেরা বোলার মোহাম্মদ আমির; যেখানে ফ্লাট উইকেটেও পারফর্ম করতে পারে।

আমি সবসময় বিশ্বাস করি সে (মোহাম্মদ আমির) দুনিয়ার সেরা বোলার। শুধু পাকিস্তানে না, ফ্লাট ট্রেকেও সে খুব ভালো বোলিং করে। আমার মনে হয় আমি যাদের সাথে খেলেছি তাদের মধ্যে সে-ই সেরা বোলার।

পিএসএলে ছয় দলের মধ্যে করাচি আছে সেরা অবস্থানে। তিন ম্যাচে জয় দুটি, পয়েন্ট চার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img