২২ ডিসেম্বর ২০২৪, রবিবার

দুর্দান্ত ফিঞ্চ, অস্ট্রেলিয়ার দারুণ জয়

- Advertisement -

ভরসার হাত কাঁধে রাখলে যা হয়, প্রথম দুই ম্যাচ হারার পর অনেকেই সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক  অ্যারন ফিঞ্চের। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ফিঞ্চই থাকবেন অজিদের ক্যাপ্টেন। পরের দুই ম্যাচেই জয় অজিদের, চতুর্থ ম্যাচের নায়ক সেই ফিঞ্চ।

ওয়েলিংটনে শুক্রবারের উইকেট ছিল মন্থর, টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। মন্থর উইকেটেও চলেছে ফিঞ্চের ব্যাট, অপরাজিত ছিলেন ৭৯ রানে। সিরিজে টিকে থাকার ম্যাচ, অস্ট্রেলিয়া রান তুলেছে ১৫৬। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট ইশ সোধির, রান দিয়েছেন ত্রিশের বেশি।

দেড়শো রানের লক্ষ্য, নিউজিল্যন্ডের মাটিতে হওয়া ম্যাচের অতীত পরিসংখ্যান বলে খুব বেশি না। তবে অস্ট্রেলিয়ান বোলারদের দাপটা সেই লক্ষ্যই হয়ে গেল পাহাড়সম। কোনমতে শতরান তুলেই অল আউট নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ রান আইপিএল মিলিয়নিয়ার কাইল জেমিসনের, ত্রিশ। অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৫০ রানে।

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া: ১৫৬/৬ (ফিঞ্চ ৭৯*, ম্যাক্সওয়েল ১৮, স্টয়নিস ১৯, বোল্ট ৪-০-২৭-২, স্যান্টনার ৪-০-১৬-১, সোধি ৪-০-৩২-৩)

নিউজিল্যান্ড: ১০৬ (১৮.৫ ওভার) (গাপটিল ৭, সাইফার্ট ১৯, উইলিয়ামসন ৮, কনওয়ে ১৭, জেমিসন ৩০; ২৪-২, কেন রিচার্ডসন ২.৫-০-১৯-৩, ম্যাক্সওয়েল ৩-০-১৪-২)

ফলাফল: অস্ট্রেলিয়া ৫০ রানে জয়ী

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img