ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা যুগে আন্তর্জাতিক ক্রিকেট সূচি পড়েছে হুমকির মুখে। দর্শক চাহিদা, টাকা আর সাথে কর্পোরেট ক্রিকেট বাণিজ্য, সবমিলিয়ে দ্বিপাক্ষিক সিরিজ থেকে বৈশ্বিক আসর; মিলছে না সময়। এতদিন শুধু আইপিএলকে দোষারোপ করা হচ্ছিল; পাকিস্তানও এখন বাড়তি গুরুত্ব দিচ্ছে তাদের ঘরোয়া টি-টোয়েন্টির আসর পিএলএলকে।
করোনার কারণে পিএসএলের চলতি আসর থেমে গেছে মাঝ পথেই। স্থগিত হয়ে যাওয়া আসর যত দ্রুত সম্ভব মাঠে ফেরাতে আছে ফ্রাঞ্চাইজির চাপ। সেই চাপে পড়েই হয়তো জুনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এশিয়া কাপকে ‘না’ বলার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শুধু পাকিস্তান না, ভারতের এই আসর খেলা নিয়েও আছে অনিশ্চয়তা; আর ভারত যদি এশিয়া কাপে অংশ না নেয় সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ; পুরো ২ বছর। তবে গুঞ্জন আছে এশিয়া কাপে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত। কারণ মূল দল ব্যস্ত থাকবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে।
Chairman Ehsan Mani has conveyed to PSL franchise owners that the Pakistan Cricket Board isn't in favour of having the Asia Cup T20 tournament this year.#PSL2021 #CricketNews #AsiaCup https://t.co/ygJEWdZDCQ
— Sportstar (@sportstarweb) March 13, 2021
পাকিস্তান ক্রিকেটের প্রধান এহসান মানি আগেই জানিয়েছেন, এশিয়া কাপ এই বছর হওয়ার সম্ভাবনা খুবই কম। ধারণা, সম্ভাবনা বা নিশ্চয়তা যাই হোক, হয়তো সেটা ধরেই এগুচ্ছে পিসিবি।