১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

অ্যাওয়ে গেমে এগিয়ে থেকেই দ্বিতীয় লেগে মাঠে নামছে চেলসি, বায়ার্ন

- Advertisement -

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের শেষ দুই ম্যাচ বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত দুইটা) দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে চার দেশের চার দল। লন্ডনে চেলসির প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ। মিউনিখের অ্যালিয়াঞ্জ এরেনাতে বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ লাৎসিও।

অ্যাওয়ে ম্যাচে ১-০ তে এগিয়ে থেকেও যেনো চেলসির নির্ভার থাকার সুযোগ নেই।  ইনজুরির কারণে ডিফেন্সে থিয়াগো সিলভা থাকছেন না। প্রথম লেগে হলুদ কার্ডে কপাল পুড়েছে ফরওয়ার্ড মেসন মাউন্ট আর মাঝ মাঠ সামলানো জর্জিনিয়োর। চেলসির মূল শক্তি যেখানে অ্যাটাক, সেখানে এই দুইয়ের না থাকা টমাস টুখেলের কপালে চিন্তার রেখা গভীর করতে পারে। এক গোলে পিছিয়ে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামা আতলেতিকোর জন্য খুব বড় কোন ঘটনা হবার কথা না, অতীত পরিসংখ্যান তাই বলে।

স্কোয়াডে ফিরছেন একুশ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড জাও ফেলিক্স, সিমিওনের জন্য অবশ্যই স্বস্তি। একইসাথে রয়েছে অসস্তিও,  ইউরোপিয়ান লিগের অ্যাওয়ে ম্যাচগুলোতে গত ছয় বছর ধরে গোল খরায় ভুগছেন লুইস সুয়ারেজ, ট্রাম্প কার্ড হিসেবে তাকে খেলিয়ে ফল পাবে আতলেতিকো? নাকি এবারই ছয় বছরের আক্ষেপ ঘোচাবেন লুইস সুয়ারেজ? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সুয়ারেজের উপর আস্থা রাখা যায়। তবে দলীয় হিসেবে ম্যাচটা হতে পারে সমানে সমান, যেখানে হোম ম্যাচের সুবিধা হয়ে উঠতে পারে নগণ্য।

লন্ডনের মত মিউনিখেও একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্নের মুখোমুখি হবে লাৎসিও।ফেব্রুয়ারিতে নকআউটের প্রথম লেগে ইতালি থেকে ৪-১ গোলের জয় নিয়ে জার্মানিতে ফিরেছিল বাভারিয়ানরা। আর এবারের ম্যাচ ঘরের মাঠে; যে কোনো বিচারেই বায়ার্ন মিউনিখ ফেভারিট। ঘরের মাঠেই ধাক্কা খাওয়া লাৎসিওর এই ম্যাচে ঘুরে দাঁড়ানোটা বেশ কঠিন কাগজে কলমে, বাস্তবতায় যেটা প্রায় অসম্ভব। তবে অসম্ভব বলেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে চান না লাৎসিও কোচ ইনজাঘি।

চ্যাম্পিয়নস লিগের শেষ চার দেখায় কোনো ইতালিয়ান দলই বায়ার্নের মাঠ থেকে জিতে ফিরতে পারে নি। আর হানসি ফ্লিকের কোচিং ক্যারিয়ারে ঘরের মাঠে ইউয়েফার শেষ ছয় ম্যাচে বাভারিয়ানদের গোল আঠারো! উল্টোদিকে লাৎসিওর অ্যাওয়ে ম্যাচ ভাগ্য একেবারেই ভালো না, ২০০৩ সালের পর অ্যাওয়েতে একট জয়ও পায়নি ইতালিয়ান দলটা। এবার আপনি ভাবুন, বাজি কার পক্ষে ধরবেন? বেশির ভাগের কাছেই বায়ার্ন লাৎসিও ম্যাচ একেবারেই প্রেডিক্টেড। হয়তো হাতেগোনা কিছু ভক্ত অপেক্ষায় আছেন মিরাকলের। মিরাকলতো পৃথিবীতেই হয়, নাকি?

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img