ক্রিকেট বিস্ময় থেকে নো বল কেলেঙ্কারি; ফিক্সিং, জেল, নির্বাসন তারপর ফিরে আসা, আবার বিদায়। মোহাম্মদ আমির যদি কখনো আত্মজীবনি লেখেন তবে সেটা হয়তো থাকবে সাসপেন্সে ভরা, এতটুকু বলাই যায়। বরাবর পিসিবিকে অভিযোগের তীরে বিদ্ধ করেছেন, এবার বিসিসিআইয়ের উদাহরণ টেনে মোহাম্মদ আমির বলেছেন, ভারত যেখানে খেলোয়াড়দের আগলে রাখে, পিসিবি সেখানে ছুড়ে ফেলে।
পাকিস্তানের গণমাধ্যমকে দেয়া বক্তব্যে পিসিবির সমালোচনা করেছেন মোহাম্মদ আমির। বুমরার প্রসঙ্গ টেনে ভারতীয় বোর্ডের প্রশংসা করেন তিনি।
‘মাত্র ৪-৫ ম্যাচ দেখে বিচার করা ঠিক না। বুমরা মাত্র ১৬ ম্যাচে ১ উইকেট পেয়েছিল। তবুও সে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছিল কেউ প্রশ্ন করেনি। ভারত জানত, সে ম্যাচ জেতানো বোলার। তার যে সাপোর্ট প্রয়োজন ছিল সেটা তারা দিয়েছে। এই মুহূর্তে (আমির) ফেরার ইচ্ছা নেই। তাদের (পিসিবি) সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ নেই। তারা আমার বড় এবং খেলাটির কিংবদন্তি।‘
পিসিবি দায়িত্ব খেলোয়াড়দের সাহায্য করা, খারাপ সময়ে ছুড়ে ফেলা নয়। পিসিবি যদি এমনটা করে তবে ক্রিশিয়ান রোনালদোর মতো খেলোয়াড়দের নিয়ে দল গড়া সম্ভব বলে মনে করেন আমির।