টেস্ট সিরিজে দারুণ লড়াই করেছিল জিম্বাবুয়ে, জয়ও পেয়েছিল। তবে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পেল না রোডেশিয়ানরা। শনিবার সংযুক্ত আরব আমিরাতের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে ৩ নম্বর টি-টোয়েন্টিতে ৪৭ রানে জয় পেয়েছে আফগানিস্তান, হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে।
টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আজগর আফগান। শুধু থেকেই আধিপত্য, নাজিবুল্লাহ জাদরানের ৩৫ বলে ৭২ রানের ইনিংসের সাথে উসমান গণির ৩১ বলে ৩৯ এবং অধিনায়ক আজগর আফগানের ১২ বলে ২৪ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৩ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
তুলনামূলক কঠিন লক্ষ্য, আর সেই চ্যালেঞ্জটাই নিতে পারেনি জিম্বাবুয়ে। ৫৬ তুলতেই শন উইলিয়মসনের দল হারিয়ে বসে ৫ উইকেট। সেই চাপ আর সামাল দিতে পারেনি জিম্বাবুয়ে। সিকান্দার রাজার অপরাজিত ২৯ বলে ৪১ ব্যবধান কমিয়েছে, অন্যরা ঠিকঠাক নিজেদের কাজটা করতে পারেনি। রায়ান বার্ল খলেছেন ৩১ বলে ৩৯ রানের ইনিংস। উইকেট না হারালেও রানের গতি ছিল মন্থর। নির্ধারিত ২০ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৫ উইকেটের বিনিময়ে ১৩৬।
ব্যাট হাতে দুর্দান্ত ইনিংসের ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন নাজিবুল্লাহ জাদরান, সিরিজসেরা আফগানিস্তানের করিম জানাত। অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪১ ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন আফগান অধিনায়ক আজগর আফগান।