২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

তারকা শূন্য মিয়ামি ওপেন শুরু হচ্ছে সোমবার

- Advertisement -

মিয়ামি ওপেন থেকে সরে দাঁড়ালেন ২৩ গ্র্যান্ডস্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস। মুখের সার্জারির কারণে আপাতত থাকতে হচ্ছে বিশ্রামে, খেলতে পারবেন না মিয়ামি ওপেনের আটবারের চ্যাম্পিয়ন ৩৯ বছর বয়সী সেরেনা।

শারীরিক অসুস্থতায় নিজেকে সরিয়ে নিয়ে হতাশ সেরেনা বলেছেন, “মিয়ামি আমার জন্য অত্যন্ত স্পেশাল একটা টুর্নামেন্ট, কারণ এই শহরেই আমি থাকি। অন্যান্য বারের মতো দর্শকদের উত্তেজনা আর সমর্থনকে দারুন মিস করবো“

গেল জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেনে নাওমি ওসাকার কাছে হেরে নকআউট থেকে বিদায় নিয়েছিলেন মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, মিয়ামি ওপেন হতে পারতো তার কামব্যাকের সবচাইতে ভালো মঞ্চ।

নারীদের মত পুরুষ এককেও তারকা হারাচ্ছে মিয়ামি ওপেন। থাকছেন না নাম্বার ওয়ান নোভাক জকোভিচ, রজার ফেদেরার, রাফায়েল নাদালরা। সোমবার থেকেই শুরু হতে যাওয়া টুর্নামেন্ট শুরুর আগেই যে তারকা সংকটে ভুগতে শুরু করলো, সে কথা বলাই যায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img