হাসির আড়ালে জেদ, ট্রফি জয়ের আকাঙ্গা। জামাল ভূঁইয়ার হাতেই কি ধরা দেবে অধরা শিরোপা? কাঠমান্ডুতে তিন জাতি কাপের ফাইনাল, সোমবার নেপাল-বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ মহারণ। ফাইনালের আগের দিন ম্যাচ ভেন্যুতে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটোসেশন।
প্রায় দুই দশকের অপেক্ষা,দুই হাজার তিনে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সাফ জিতেছিলো বাংলা। বিদেশের মাটিতে কাপ জয়ের সুখস্মৃতি মনে করাটাই যেন বড় চ্যালেঞ্জ। এবার দশরথ স্টেডিয়ামে নতুন চ্যালেঞ্জ উতরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আরো রঙ্গীন করতে চায় টিম বাংলাদেশ। রোববার প্রেস কনফারেন্সে অধিনায়ক জামাল বলেছেন “বিশেষ মাসে ট্রফিটা দেশে নিয়ে যেতে পারলে সবাই খুশি হবে, ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে”।
ফাইনালের আগের দিন মাঠে অনুশীলন করেনি বাংলাদেশ। ফুটবলাররা হোটেলেই সেরেছে জিম আর স্ট্রেচিং। দুই ম্যাচে একটা গোলও করতে পারেনি লাল সবুজ প্রতিনিধিরা। সেটাই প্রধান কোচ জেমি ডে’র বড় দুশ্চিন্তা। জানিয়েছেন, “টাইব্রেকারে ম্যাচটা না যাক। আশাকরি দুইদলই গোলের দেখা পাবে। তবে আমরা বেশি স্কোর করে ফাইনালটা নিজেদের করে নিতে চাই”।
সোমবার দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়।