৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

রাগ থেকে যদি দারুণ কিছু হয়, তবে রাগই ভালো!

- Advertisement -

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষোভের বিনিময়ে নতুন জীবনে ফেরার আশা দেখছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছয় মাস বয়সী এক সার্বিয়ান শিশু, নিলামে উঠেছে রোনালদোর অধিনায়ক আর্মব্যান্ড। প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যয় করা হবে ঐ শিশুর চিকিৎসায়।

২৮ মার্চ সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের শেষ মূহুর্তে ঘটে আকস্মিক ঘটনা। নিশ্চিত গোললাইন ক্রস করে পোস্টে ঢুকছে বল, গোল উদযাপন  করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ঠিক ওই সময় রেফারির বাঁশি, গোল হয় নি। গোললাইন প্রযুক্তি না থাকায় আপিলের সুযোগ নেই। রোনালদো রেগে যান, ছুড়ে ফেলেন আর্মব্যান্ড। খেলা শেষ ততোক্ষণে। পড়ে থাকা আর্মব্যান্ডই বদলে দিলো একটি শিশুর ভবিষ্যত।

ম্যাচ শেষে মাঠে দায়িত্বরত দমকল কর্মী জর্জ ভুকেসেভিচ আর্মব্যান্ডটি কুড়িয়ে পেয়ে, তা নিলামে তোলার জন্য মনস্থির করেন। প্রাপ্ত অর্থের পুরোটাই দান করতে চান ‘স্পাইনাল মাসকুলার ডিসট্রফি’ রোগে আক্রান্ত ছয় মাসের গাভ্রিলো জুরজেভিচকে। একটি ক্রীড়া চ্যানেলের সহায়তায় নিলাম থেকে আয় হয়েছে ৬৪ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় অর্ধকোটির উপরে)। পুরো অর্থ তুলে দেওয়া হয়েছে গাভ্রিলোর মায়ের হাতে।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img