উপমহাদেশে সময়ের সাথে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনার প্রথম প্রকোপের পর আবার মাঠে ফিরেছিল ক্রিকেট। ক্রিকেটারদের আক্রান্তের সংখ্যাও বেড়ে চলছে দিনকে দিন। শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি, ইউসুফ পাঠান আর ইরফান পাঠানের শরীরেও পাওয়া গেছে করোনার অস্তিত্ব। চলতি মাসেই শুরু হওয়ার কথা আইপিএল, অথচ করোনা সামলাতেই হিমশিম খাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ভারতীয় ক্রিকেটার নিতিশ করোনায় রানা আক্রান্ত হয়েছেন, আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্স। এবার সেই তালিকায় নতুন নাম দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেল। অথচ গত রোববার করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসার পর মুম্বাইয়ে টিম হোটেলে যোগ দেন আকসার। এর পরের পরীক্ষায় পজিটিভ ফল আসে এই ক্রিকেটারের।
আকসার, নিতিশই শুধু না, করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের একজন সদস্যের। ফ্র্যাঞ্চাইজি থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর। আইপিএলের এবারের আসর শুরুর কথা আগামী শুক্রবার, তবে করোনার প্রকোপ যেভাবে বাড়ছে তাতে আইপিএল আয়োজন নিয়ে প্রশ্ন থেকেই যায়।