বিশ্বকাপ বাছাইয়ে বন্ধ ছিল ইউরোপীয় অঞ্চলের বড় লিগগুলো। আবারো লিগের ব্যস্ততা শুরু হলো ফুটবলারদের। কিন্তু বিরতি থেকে ফিরেই বড় হোঁচট খেল চেলসি। রেলিগেশন জোনে থাকা ওয়েস্ট ব্রমের কাছে ৫-২ গোলে হেরেছে। কোচের দ্বায়িত্ব নেয়ার পর টমাস টুখেলের প্রথম হার। সব প্রতিযোগিতা মিলে ১৪ ম্যাচ পর চেলসির পরাজয় আর লিগে ১০ ম্যাচ পর।
নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রীজে ম্যাচে এগিয়ে যায় চেলসি ২৭ মিনিটেই, ক্রিশ্চিয়ান পুলিসিচের গোলে। দুই মিনিট পরই বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠে ছাড়েন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা।
HALF-TIME Chelsea 1-2 West Brom
Matheus Pereira's brace just before the break gives the Baggies the lead against 10-man Chelsea #CHEWBA pic.twitter.com/hfKq33QkUk
— Premier League (@premierleague) April 3, 2021
এরপরই স্বাগতিক দল কক্ষপথ হারায়। প্রতিপক্ষের মাঠে হঠাৎই যেন ওয়েস্ট ব্রম কোনঠাসা করে ফেলে চেলসিকে। প্রথমার্ধের ইনজুরি টাইমে চেলসির সাজানো মাঠে সব এলোমেলো করে দেয় ম্যাথেয়াস পেরেইরার জোড়া গোল। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে চেলসি।
দ্বিতীয়ার্ধে ওয়েস্ট ব্রমের লিড বাড়ে ৬৩ মিনিটে। ক্যালাম রবিনসন গোল করেন দারুণ এক ভলিতে। স্বাগতিকদের সামলে উঠারও সময় দেয়নি ওয়েস্ট ব্রম। পরের গোলটা ৫ মিনিটের ব্যবধানে, এবার স্কোরার এমবায়ে দিনিয়ে। ৪-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচ থেকেই ছিটকে যায় টমাস টুখেলের চেলসি।
মেসন মাউন্টের গোলে ব্যবধান কমিয়েও স্বস্তিতে ছিলোনা ব্লুজরা। ম্যাচের শেষ মূহুর্তে স্কোরলাইন ৫-২ করার সাথে গোলের জোড়া পূর্ণ করেন ক্যালাম রবিনসন।
৩০ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্র’য়ে ৫১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে চেলসি। ২১ পয়েন্ট নিয়ে তালিকার ১৯ নম্বরে ওয়েস্ট ব্রম।