১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

শাপ মোচনের ম্যাচে জিতলো রাজস্থান

- Advertisement -

দিল্লি বহুদূর! অন্তর্জালের দাপুটে দুনিয়ায় এখন আর কথাটা সত্যি নয়। ইফতার করেছেন, শরীরটা ঝিমিয়ে গেছে টেলিভিশন সেটের সামনে বসতে ইচ্ছা হচ্ছেনা! বিছানায় গা এলিয়ে রেষ্ট নিতে নিতে ফেসবুক খানিক স্ক্রল করছেন! তাতেই বুঝতে পারবেন রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ঘায়েল করতে একাদশে রেখেছে মুস্তাফিজকে । নিজের প্রথম ওভারে মাত্র এক রান দিয়ে এক উইকট তুলে নেয়ার খবরও আপনার ক্লান্ত শরীরকে ততক্ষনে চাঙ্গা করেছে।

ছবি: ক্রিকইনফো

আইপিএল মানেই দেশের ছেলের প্রতি বাড়তি নজর, একটু বেশী খবর রাখা। সেটা পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক।
শুরুর দশ ওভারে শুধু মুস্তাফিজ একাই ভালো করেছেন তাই নয়, রাজস্থানের উনাদকাট সবচে চোখটানা। ১৩ ওভারের মধ্যেই ওর ঝুলিতে পুড়েছেন তিনখানা উইকেট। মুস্তাফিজ, উনাদকাটদের দাপটের মধ্যেই আলাদা করে দাপুটে ব্যাটিং রিশব পন্তের। পাঁচজনের সাথী-সঙ্গীর চারজন এক অংকের ঘরে ফিরে গেছেন, শুধু রান আউটে বাধা পড়া পন্ত করেছেন ৫১।

শেষ ওভারে ১১ রান খরচ করলেও একটি উইকেট জমা হয়েছে মুস্তার আইপিএলের হিসাবের খাতায়। ৪ ওভার ২৯ রানের খরচে ২ উইকেট, পরের ম্যাচের সেরা একাদশে থাকার রশদই বটে।

বড় কোন আপসেট না ঘটলে ক্যাপিটেলসের ১৪৮ রানের টার্গেট সহজেই পার হওয়ার কথা রয়্যালসের। সহজ হয়নি, কঠিন ম্যাচে জয় পেয়েছে রাজস্থান। খেলা গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। প্রায় ফসকে যাওয়া ম্যাচে রাজস্থানের জয়ের নায়ক মরিস, মুস্তাফিজুর রহমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img