২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সর্বশেষ ১০ ইনিংসে মিমির ৬১; ৪ ডাক, সর্বোচ্চ ৩৭!

- Advertisement -

সর্বশেষ সিরিজেও ছিলেন টেস্ট দলের অধিনায়ক, এখনও মুমিনুল হককে ভাবা হয় টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। সেরা ব্যাটসম্যানের ব্যাটে রান চাই, যেটা বহুদিন ধরেই নাই। রানে ফিরতেই অধিনায়কত্ব থেকে সরে দাড়িয়েছেন, চাপকে দূরে সরিয়ে ঘুরে দাড়াবার প্রত্যয়ে। কিন্তু অ্যান্টিগাতেও বদলায়নি ছবিটা, মিরপুরের মতো অ্যন্টিগাতেও মিমির ব্যাটে শূন্য।

জেয়ডন সিলসের একটু বাউন্স উঠতে থাকা বলটায় মিমির ব্যাটের কোণা লেগে স্লিপে ক্যাচ। আবারও ব্যর্থ মুমিনুল, আবারও নামের পাশে শূন্য। মিমি যখন ফিরছিলেন তখন নিজেও হয়তো ভাবছিলেন ‘কী হয়েছে আমার!’ এমন একটা প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর হয়তো মুমিনুলের কাছেও নেই।

অথচ শুরুটা কতোই না দুর্দান্ত হয়েছিল আন্তর্জাতিক অঙ্গনে। টেস্টে নামের পাশে ১১ সেঞ্চুরি, বাংলাদেশেই বা আছে কার। প্রথম ১০ ইনিংসে নামের পাশে ৭৪ গড়ে ৫৯২ রান, দুই সেঞ্চুরি। সেই মুমিনুল এমন একটা সময় পার করছেন, যখন শেষ ১০ ইনিংসে ১টা অর্ধশতকও নেই; রান মোটে ৬১, গড় ৬! তবুও আশা, মিমি হয়তো ঘুরে দাড়াবেন, ফিরবেন চেনা রুপে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img