১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

অতীতের কাজ নিয়ে ফারুকের আছে অনেক প্রশ্ন!

- Advertisement -

বুধবার নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। নির্বাচিত হওয়ার পর ফারুক জানিয়েছেন তার লক্ষ্যের কথা, বলেছেন আগের কাজ নিয়ে আছে অনেক প্রশ্ন।

নতুন বিসিবি সভাপতি বলেন, “লক্ষ্য তো অনেক বড়। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি ও দেশের মুখ উজ্জল করা।” 

দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মত দূর্নীতি এবং অনিয়মের অভিযোগের বাইরে নেই বিসিবিরও। বিভিন্নসময় প্রশ্ন উঠেছে বিসিবির কমিটির নানা কর্মকান্ড নিয়ে। সেই প্রসঙ্গে ফারুক বলেন, “অনেক জায়গায় কাজ করতে হবে। অনেকদিন ধরে কাজ হয়েছে, হয়নি। অনেক প্রশ্ন আছে।” 

তবে এসবের মাঝে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে ক্রিকেটারদের সহয়তা চেয়েছেন নতুন বিসিবি সভাপতি। তার মতে দেশ ও দশের কথা মাথায় রেখে লড়তে হবে মাঠের ১১ জনকে আর বোর্ড লড়বে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে। এতে করে কাজ করা সহজ হবে বলেও মনে করেন তিনি।

“আমার প্রথম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দলে আমাদের কাজগুলো অনেক সহজ হবে”- বলেছেন ফারুক

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img