ভিরাট কোহলির সরে দাঁড়ানোয় ভারত টেস্ট দলের এইমুহুর্তে নেই কোনো অধিনায়ক। সম্ভাব্য তালিকায় যেই কয়েকটা নাম উচ্চারিত হচ্ছে তার মধ্যে অন্যতম একজন লোকেশ রাহুল। বুধবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে রোহিত শর্মার ইনজুরির কারণে তিনিই দিবেন দলকে নেতৃত্ব। তার আগে সংবাদ সম্মেলনে উঠেছে অধিনায়ক প্রসঙ্গ, রাহুল জানিয়েছেন অধিনায়কের দায়িত্ব পেলে তিনি এগোতে চান মহেন্দ্র সিং ধোনি এবং ভিরাট কোহলির তৈরী করা পথেই।
লোকেশ রাহুল জানান, “আমি এখনো অব্দি সংবাদমাধ্যমের খবরেই দেখেছি আমার নামও উচ্চারিত হতে। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে আমার সুযোগ হয়েছিল দলকে নেতৃত্ব দেয়ার এবং সেই মুহুর্তটা আমার জীবনের অন্যতম সেরা। ভারতের অধিনায়কত্ব করাটা আমার আছে চিরদিন গর্ব করার মতো কিছু।”
রাহুল আরও বলেন, “জোহানেসবার্গে অনেক কিছু শেখার ছিল। আশা করি, মাহি ভাই এবং ভিরাটের থেকে পরামর্শ নিতে পারব। আমি কোনো লক্ষ্য স্থির করিনি। আমি ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম দুই সেরা অধিনায়ক আমাদের নিশ্চিতভাবেই পথ দেখাবেন। তাদের দেখানো পথেই এগোতে চাই। কোহলি অধিনায়ক হিসেবে দুর্দান্ত ছিলেন, তার অধীনে আমাদের পারফরম্যান্সও ছিল অবিশ্বাস্যকর।”