পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হার নিশ্চিত হওয়ার সাথে সাথেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমায় টাইগাররা। সেখানে পৌঁছানোর পর প্রথম দিন একজন আরেকজনের রুমে যাতায়াত করতে পারলেও একদিন না পেরোতেই যোগাযোগের জন্য আশ্রয় নিতে হয় ভিডিও কলের। লিটন দাস-মুশফিকুর রহিমরা যে আছেন কোয়ারেন্টিনে!
রোববার অবশ্য তারা একই আকাশের নিচে দাড়িয়ে হেসেছে, আনন্দে মেতেছে; গল্পে হয়েছে মশগুল। কিন্তু, মানতে হয়েছে সোশ্যাল দুরত্ব। অথচ কয়েকদিন আগেও একসাথে হেসেছে, উইকেট পাওয়ার পর মেতেছে উল্লাসে, ধরেছে জড়িয়ে একে অপরকে!
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/12/WhatsApp-Image-2021-12-07-at-12.57.54-PM.jpeg)
দৃশ্যপট কতো দ্রুতই না বদলে যায়! কয়েক ঘন্টার ব্যবধানেই মুদ্রার এপিঠ-ওপিঠও দেখা হয়ে যায় জীবনের। সত্যিই বড় বিচিত্র এই পৃথিবী, তারপরেও অনিন্দ্য সুন্দর।