১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

অবশেষে জয়ের দেখা পেল ফ্রান্স

- Advertisement -

নিজেদের ঘরের মাঠে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক ফ্রান্স;  দুইটি গোলই করেছেন সদ্য আতলেতিকো মাদ্রিদে যোগ দেয়া আঁতোয়া গ্রিজমান। এই ম্যাচে জয়ের মাধ্যমে ছয় ম্যাচ পর জয়ের দেখা পেল ফ্রান্স।

হঠাৎ করেই নিজেদের ছন্দ যেন হারিয়েই ফেলেছিলেন দিদিয়ের দেশমের দল। গত বছরের ৮ ম্যাচের ৬টিতেই জয় পাওয়া ফ্রান্স নিজেদের শেষ ছয় ম্যাচের একটিতেও পায়নি জয়ের দেখা।

২-০  গোলে জিতেছে স্বাগতিকরা 

মঙ্গলবার দিবাগত রাতে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষ দলের রক্ষণভাগকে ব্যস্ত রাখেন করিম বেনজেমা- গ্রিজমানরা। বেশ কয়েকবার সুযোগ তৈরী করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না দিদিয়ের দেশমের দল। অবশেষে গোলের আক্ষেপ ঘুচিয়েছেন সদ্য বার্সেলোনা ত্যাগ করা ফরাসী ফরোয়ার্ড গ্রিজমান; ম্যাচের ২৫ মিনিটে বেনজেমার পাসে বাম পায়ের শটে বক্সের বাঁপ্রান্ত থেকে পরাস্ত করেন ফিনল্যান্ড গোলরক্ষককে। আতলেতিকো মাদ্রিদে যোগ দেয়া গ্রিজমান যখন গোল করেন তখন বিপক্ষ দলের সাতজন ছিলেন ডিবক্সের ভেতরেই; কেউ বুঝে উঠার পূর্বেই আচমকা শট নেন ফরাসী তারকা, আর তাতেই স্বাগতিকরা পেয়ে যায় প্রথম গোলের দেখা।

ঘরের মাঠে বেনজেমাকে এভাবেই বরণ করে নিয়েছেন ফ্রান্সের দর্শকরা

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়ে যান গ্রিজমান; লিও ডুবোইসের পাসে ডানপ্রান্তের গোললাইন থেকে ডিফেন্ডার এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল করেন ফরাসী তারকা। ৬০ তম মিনিটে ওয়ান টু ওয়ানে বেনজেমার বাড়ানো বলে গোলের দারুণ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন সাবেক বার্সা তারকা। নাহলে হ্যাটট্রিকটা হয়ে যেতে পারত তখনই। ৬৮ মিনিটে ইনজুরির কারণে মেডিকেল টিমের সাথে মাঠ থেকে বের হয়ে যেতে হয় দুর্দান্ত খেলতে থাকা ডুবোইসকে। ৭০ মিনিটে গোলের সুযোগ একবার তৈরী করলেও ফরাসী রক্ষণভাগকে পরাস্ত করতে ব্যর্থ হয় ফিনল্যান্ড। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বেনজেমা-গ্রিজমানরা।

৬ ম্যাচে ৩ জয় এবং ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে  ‘গ্রুপ-ডি’ এর শীর্ষেই অবস্থান পাকাপোক্ত করে নিলেন পল পগবারা। ৫ ম্যাচের ৫টিতেই ড্র করে দ্বিতীয় অবস্থানে ইউক্রেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img