জয় দিয়েই প্রিমিয়ার লিগের নতুন মৌসুমটা শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে এরিক টেন হাগের শিষ্যরা। দলের হয়ে একমাত্র গোলটি করেন জসুয়া জার্কজি।
এই মৌসুমেই ম্যানইউতে এসেছেন জার্কজি। ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়েই ইউনাটেডের জার্সিতে অভিষেক হয়েছে তার। আর অভিষেকটা গোল করে রাঙালেন তিনি। অথচ ম্যাচ শুরুর আগে জার্কজির ফিটনেস নিয়ে সমস্যা ছিল। যেটি অভিষেকে গোল করতে বাঁধা হতে পারেনি তার।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণ করার চেষ্টা করে ম্যানইউ। কিন্তু ফুলহামের ডিফেন্ডাররা দারুণভাবে সেই আক্রমণগুলো প্রতিহত করেন। এদিন অবশ্য বেশ ছন্নছড়া ছিলেন ব্রুনো ফার্নান্দেজরা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও সেটি গোলে পরিণত করতে পারেননি রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে খেলতে থাকে ম্যানইউ। তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না। একটা সময় মনে হচ্ছিল ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হবে টেন হাগের দলকে। তবে ৮৭ মিনিটে ম্যানইউকে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন জার্কজি। বল নিয়ে আক্রমণে উঠেছিলেন আলেহান্দ্রো গারনাচো। দূর থেকে ফাকায় দাঁড়িয়ে থাকা জার্কজির উদ্দেশে ক্রস বাড়ান আর্জেন্টাইন তরুণ এ ফুটবলার। ঠান্ডা মাথায় বাকি কাজটুকু সারেন জার্কজি। ম্যানইউ পায় স্বস্তির জয়।
পুরো ম্যাচে ৫৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল টেন হাগের শিষ্যরা। ফুলহামের পোস্ট লক্ষ্য করে ১৪টি শট নিলেও মাত্র ৫টি অনটার্গেটে ছিল। অন্যদিকে ৪৪ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পেরেছিল ফুলহাম।
প্রিমিয়ার লিগে শনিবার মাঠে নামবে লিভারপুল, আর্সেনাল, নিউক্যাসল ইউনাটেড ও অ্যাস্ট ভিলা।