মেজর লিগ সকারে টরন্টোর বিপক্ষে ৩৭ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়েন লিওনেল মেসি। ২৫ সেপ্টেম্বর অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবেন না আর্জেন্টাইন তারকা। ম্যাচশেষে এমনটাই বলেছেন ইন্টার মিয়ামি কোচ জেরার্দো মার্তিনো। জর্দি আলবাও চোটের কারণে মাঠ ছাড়েন।
দুই তারকার বিষয়ে মার্তিনো বলেন, “তারা (মেসি ও আলবা) স্বাভাবিকভাবে ট্রেনিং করেছে এবং আমরা ভেবেছি খেলার জন্য প্রস্তুত আছে। আমি এটা বিশ্বাস করি না যেটা (ইনজুরি) ছিল তার চেয়ে নতুন কিছু, এটা ক্লান্তি”
চোট থেকে সেরে ওঠার জন্য বেশি সময় পাচ্ছেন না মেসি। আগামী ২৫ সেপ্টেম্বরে অরল্যান্ডো ম্যাচের পর, ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেন কাপের ফাইনালে খেলবে মিয়ামি। এই দুই ম্যাচে আর্জেন্টাইন তারকা থাকবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে মার্তিনো নিশ্চিত করেছেন অরল্যান্ডোর বিপক্ষে থাকছেন না মেসি।
“আমার মনে হয় না এটা মাংস পেশির চোট। মেসি ও আলবার অরল্যান্ডোর বিপক্ষে ম্যাচে খেলার কোনো সুযোগ নেই কিন্তু মনে হয় না গুরুতর কিছু বা পেশির চোট। আমার মনে হয়, এটা শুধুমাত্র ক্লান্তি”– ম্যাচশেষে বলছিলেন মার্তিনো
এই ম্যাচের আগে মেসি চোটের কারণে দুটি ম্যাচ মিস করেছেন। আর্জেন্টিনার হয়ে বলিভিয়ার বিপক্ষে আর মিয়ামির হয়ে আটলান্টার বিপক্ষে খেলতে পারেননি।
মেসির চোটের পড়লেও ম্যাচ জিততে সমস্যা হয়নি মিয়ামির। রবার্তো টেইলরের জোড়া গোলে টরন্টোকে ৪-০ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন ফাকুন্দো ফ্যারিয়াস ও বেঞ্জামিন ক্রামসি।