২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বাদ জোকোভিচ

- Advertisement -

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নবম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না টেনিসের এক নম্বর তারকা এবং টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। করোনার টিকা না নেয়ার কারণে মেডিকেল ছাড়পত্র এবং অস্ট্রেলিয়ান ভিসা দেয়া হয়নি এই সার্বিয়ান তারকাকে।

“ডাবল টিকা না দিলে এবং অস্ট্রেলিয়ার নাগরিক না হলে কোনো খেলোয়াড় এখানে খেলতে আসতে পারবে না। তিনিও অন্য সবার মতো একই নিয়মের অধীনে থাকবেন”- এক বিবৃতিতে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন  

নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে অংশ নিয়ে প্রতিটি খেলোয়াড়ের জন্যই টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরুষদের টেনিস বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ প্রথমে তাঁর টিকা না দেয়ার ব্যাপারটি প্রকাশ করেননি। তবে, ডাবল ভ্যাক্সিন এবং ভিসা না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে না দেখা যাবে না এবারের টুর্নামেন্টে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img