২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

অ্যান্ডারসন জানালেন ব্রড আর তার অবসর ভাবনা

- Advertisement -

একজনের বয়স চল্লিশ ছুঁইছুঁই, অপরজনের প্রায় ছত্রিশ। জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডের কাছে বয়স যেনো শুধুমাত্রই সংখ্যা। সময়ের সাথে সাথে দুজনের অবসর নিয়ে বিভিন্ন সময়েই উঠেছে গুঞ্জন, কিন্তু পাত্তা দেননি দুজনের কেউই। সম্প্রতি ‘দ্য টেলিগ্রাফে’ লেখা এক বিশেষ কলামে অ্যান্ডারসন জানিয়েছেন দুজনেরই এইমুহুর্তে নেই অবসর নিয়ে কোনো ভাবনা।

“ব্রডের সাথে কথা বলেছি, এইমুহুর্তে অবসর নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। সে নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করতে দৃঢ়প্রত্যয়ি। আর, আমার কথা বললে বলব সময়ই সদুত্তর দিয়ে দিবে। তবে, আমার এখনই ক্যারিয়ারের ইতি টানার কোনো লক্ষ্য নেই।”- ‘দ্য টেলিগ্রাফে’ অ্যান্ডারসন

কোচ এবং অধিনায়কের সাথেও কথা বলেছেন অ্যান্ডারসন

অ্যান্ডারসন আরও যোগ করেন, “যখন সময় খারাপ যায় তখন চারিদিকে অসংখ্য কথা ঘুরপাক খায়। কিন্তু কে জানে কালের গর্ভে কি লুকিয়ে আছে। এটা খুব স্বাভাবিক যে আপনি নিজের ভবিষ্যত নিয়ে ভাববেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট, কোচ এবং অধিনায়কের সাথে আমার যেই কথা হয়েছে তা থেকে এতোটুকু নিশ্চিত করে বলতে পারি এখনই অবসরে যাচ্ছি না।”

বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। ঘোষিত একাদশে আছেন ব্রড-অ্যান্ডারসন দুজনই। দেখার পালা দুজনে মিলে কতটা প্রভাব বিস্তার করতে পারেন অজি ব্যাটিং লাইনআপের ওপর।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img