৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার

আই লিগ খেলতে কলকাতায় জামাল ভু্ঁইয়া

- Advertisement -

অবশেষে স্বস্তি নিয়ে দেশ ছাড়লেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভু্ঁইয়া। মোহামেডানের পক্ষে আই লিগ খেলতে দুপুরে কলকাতা পৌঁছেছেন বাংলাদেশ অধিনায়ক। নিজ ক্লাবকে চ্যাম্পিয়ন করে আইএসএলে উঠানোর লক্ষ্যের কথা বিমানবন্দরে জানিয়ে গেছেন অলরাউন্ডারকে।

বলেন “নিজে দারুন পারফর্ম্যান্স করতে চান, এই টুর্নামেন্টে যেন ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরো ফুটবলার খেলতে পারে এমন সম্ভাবনা তৈরী করতে চান আই লিগে”

কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচের পরই করোনাভাইরাসে আক্রান্ত হন জামাল ভূঁইয়া। ফলে ভারতের আই লিগের দল কলকাতা মোহামেডানের হয়ে তার খেলা নিয়েও তৈরি হয় অনিশ্চয়তা। কাতারে আইসোলেশনে থাকার পর করোনা থেকে সেরে ওঠেন জামাল। কাতার থেকে ২২ ডিসেম্বর ঢাকায় ফিরেন জামাল। বাংলাদেশে আবারো করোনা টেস্ট করিয়েছেন, তাতে নেগেটিভ এসেছে। ফলে কলকাতা মোহামেডানের হয়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই এই মিডফিল্ডারের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img