গত মাসের কথা, এই সংযুক্ত আরব আমিরাতেই বসেছিল আইপিএলের আসর। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সুযোগ পাচ্ছিলেন না ওয়ার্নার, পাচ্ছিলেন না রানের দেখা। শেষ অব্দি দল থেকেই নিজেকে নিয়েছিলেন সরিয়ে, হায়দ্রাবাদের খেলা দেখেছেন গ্যালারীতে বসেই।
👉 October ➜ Down and out in the IPL
👉 November ➜ Match-winner in a World Cup finalWhat a comeback from David Warner 🔥
📝 https://t.co/ejaVX07a0O | #T20WorldCup pic.twitter.com/7hwyzEytKr
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 14, 2021
বিশ্বকাপ খেলতে দলের সাথে যোগ দিলেন যখন, কম প্রশ্ন হয়নি তার একাদশে থাকা নিয়ে। একের পর এক প্রশ্নে জর্জরিত করা হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক থেকে শুরু করে কোচ সকলকেই। বিশ্বকাপের শুরুতে যেই ওয়ার্নারের একাদশে জায়গা পাওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন, টুর্নামেন্ট শেষে সেই ওয়ার্নারের হাতেই টুর্নামেন্ট সেরার পুরস্কার! এ যেনো রুপকথাকেও হার মানায়।
![](https://kcs3.eu-west-1.klovercloud.com/allrounderbd-live-ailkxhbi/2021/11/champion.jpg)
বিশ্বকাপ টি-টোয়েন্টিতে নিজের খেলা ৭ ম্যাচে ৪৮ গড়ে করেছেন ২৮৯ রান, দলকে চ্যাম্পিয়ন করার পথে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। টুর্নামেন্ট সেরার পুরস্কারটাতো ওয়ার্নারের হাতেই মানায়।