আইপিএলের বিপরীতে জাতীয় দলকে বেছে নিয়েছিলেন কাগিসো রাবাদা। তবে ক্রিকেট সাউথ আফ্রিকাই বাবাদা-ডি ককদের ছাড় দিচ্ছে আইপিএল উইন্ডোতে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেই ভারতের উদ্দেশ্য রওনা হবেন রাবাদারা। যার ফলে শেষ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকা মিস করবে দলের উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটারের সার্ভিস।
আইপিএলের চৌদ্দতম আসর শুরু ৯ এপ্রিল। বিভিন্ন কারণেই গুরুত্ব পাচ্ছে আসন্ন আইপিএল। ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় কন্ডশিনে মানিয়ে নিতে বোর্ডগুলো ছাড় দিচ্ছে ক্রিকেটারদের। আইপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ক্ষেত্রে হয়তো শুধু বিশ্বকাপের প্রস্তুতি না, কাজ করছে অর্থের মোহও।
#CSA – Cricket South Africa to allow #IPL2021 bound players to leave on Apr 4th from the #Pakistan series commitments..#LungiNgidi is expected to join Team #CSK in #Mumbai on Apr 5th..
— Ramesh Bala (@rameshlaus) March 27, 2021
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার শুরু হবে পাকিস্তান ও সাউথ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরিকল্পনা অনুযায়ী ৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর ‘ন্যাশনাল ডিউটি’ ছেড়ে নরকিয়া, রাবাদারা যাবেন আপিএলে। পাকিস্তান ও সাউথ আফ্রিকা সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটি শেষ হওয়ার কথা ১৬ এপ্রিল। আইপিএলের চৌদ্দতম আসরে নেই কোনো হোম ম্যাচ।