২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আইসিসি তালিকার দুইয়ে মিরাজ, ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক

- Advertisement -

শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুন ফর্মে থাকা মুশফিকুর রহিম চার ধাপ এগিয়ে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ১৪তম, এটাই মুশফিকের ক্যারিয়ার সেরা অবস্থান। একইভাবে, অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ বোলিং র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন, তারও ক্যারিয়ার সেরা।

সৌজন্য: বিসিবি

প্রথম ওয়ানডেতে ৮৪ এবং দ্বিতীয় ম্যাচে ১২৫ রানে অনবদ্য দুই ইনিংসের পর আইসিসির ঘোষণা করা ওয়ানডে র‌্যাংকিংয়ে ১৪তম অবস্থানে উঠেছেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারে এবারই প্রথম ওয়ানডে র‌্যাংকিংয়ের সেরা ১৫তে এলেন মুশি। মুশির চাইতেও বড় লাফ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

সৌজন্য: বিসিবি

নতুন বলে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩০ রান নিয়ে ৪ উইকেট নেয়া পর, সিরিজ নিশ্চিত করা ম্যাচেও ৩ উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ। টানা দুই ম্যাচে এমভিপি বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার মিরাজের দারুণ পারর্ফম্যান্সেরই স্বীকৃতি।

সেই স্বীকৃতি এবার সর্ব্বোচ্চ পর্যায়েও পেয়েছেন মেহেদী মিরাজ। এক লাফে তিনধাপ এগিয়ে উঠে গেছেন, আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের তিনি এখন দ্বিতীয়। মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫, ১২ পয়েন্ট বেশি নিয়ে সবার উপরে রয়েছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। এর আগে ওয়ানডে র‌্যাংকিংয়ে পাঁচে ছিলেন মেহেদি হাসান মিরাজ।

সৌজন্য: বিসিবি

সেরা দশ বোলারের মধ্যে বাংলাদেশের আরেকজন প্রতিনিধিত্ব করছেন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, নয় নম্বরে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন ১৭ নম্বরে। ২০০৯ সালে সাকিব ওয়ানডে র‌্যাংকিংয়ে এক নম্বরে ওঠার পর আর একজন বাংলাদেশী বোলারই সেরা দুইয়ে জেতে পেরেছেন, তিনি আব্দুর রাজ্জাক। ২০১০ সালে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বোলারদের লিস্টে দ্বিতীয়স্থানে উঠেছিলেন বর্তমান নির্বাচক রাজ্জাক।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img