১৪ মার্চ ২০২৫, শুক্রবার

আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারে মনোনয়ন পেয়েছেন মারুফা

- Advertisement -

২০২৩ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারের চারজনের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। তালিকায় বাকি তিনজন- ফিবি লিচফিল্ড, লরেন বেল এবং ডার্সি কার্টার।

বছরটা দারুণ কেটেছে মারুফার। ২০২২ সালে আর্ন্তজাতিক ক্রিকেটে অভিষেক হলেও ২০২৩ এ খেলেছেন বেশি ম্যাচ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোলিং করেছিলেন মারুফা। ঘরের মাঠেও সেই ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দারুণ জয়ের ম্যাচে নিয়েছিলেন চার উইকেট। টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাট মিলিয়ে গত বছর ১৯টি উইকেট শিকার করেছিলেন মারুফা। যার পুরস্কারস্বরুপ আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটারের পুরস্কারে মনোনয়ন পেয়েছন।

ইংল্যান্ডের লরেন বেলও গত বছর দারুণ সময় কাটিয়েছেন। তিন ফরম্যাট মিলিয়ে নিয়েছিলেন ২২টি উইকেট। স্কটল্যান্ডের অলরাউন্ডার ডার্সি কার্টার গত বছরে অভিষেকের পর থেকেই ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়িয়েছেন। টি-টোয়েন্টিতে ২২.৪০ গড়ে ১৩ ২২৪ রান করার পাশাপাশি নিয়েছেন ১৩টি উইকেট। অস্ট্রেলিয়ার ব্যাটার ফিবি লিচ দারুণ খেলেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার পারফর্ম্যান্স ছিল নজরকাড়া।

২০২৩ সালের বর্ষসেরা উদীয়ান পুরুষ ক্রিকেটার বিভাগে মনোনয়ন পেয়েছেন ভারতের যশস্বী জয়সোয়াল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজা এবং শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা।

বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করা গণমাধ্যম প্রতিনিধি প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটের মাধ্যমে। আইসিসির ওয়েবসাইটে গিয়ে সমর্থকরা প্রিয় খেলোয়াড়কে ভোট দিতে পারবেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img