৩০ মার্চ ২০২৫, রবিবার

আইসিসির “ব্যাডবুকে” পেসার খালেদ আহমেদ

- Advertisement -

সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আচরণবিধি ভঙ্গ করায় বাংলাদেশ পেসার সৈয়দ খালেদ আহমেদকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এক (০১) ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে খালেদের শৃঙ্খলা রেকর্ডে।

ভেরাইনার সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন খালেদ

আইসিসির পাঠানো ইমেইলে জানানো হয়েছে, এক ডিমেরিট পয়েন্টের সাথে কাটা যাবে খালেদের ম্যাচ ফির ১৫ শতাংশ। যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই জরিমানা সেটা ঘটেছে সাউথ আফ্রিকা বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে, প্রোটিয়াসদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে। প্রোটিয়াস ব্যাটার কায়েল ভেরাইনা খালেদের একটি বল খেললে সেটা চলে যায় বোলারেরই হাতে। সেই সময় খালেদ ভেরাইনাকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারেন যা ব্যাটারের ডান হাতের গ্লাভসে আঘাত করে।

ম্যাচ রেফরি অ্যান্ডি পাইক্রফট এই ঘটনায় খালেদ আহমেদকে দোষী সাব্যস্ত করে, আইসিসির নীতিমালা অনুযায়ী যেটা লেভেল-০১ পর্যায়ের অপরাধ। গেল দুই বছরের মধ্যে এবারই প্রথম শৃঙ্খলা বহির্ভূত কাজ করে ডিমেরিট পয়েন্ট পেলেন খালেদ, নিজের অপরাধ আইসিসির কাছে স্বীকার করেছেন টাইগার ফাস্টবোলার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img