২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আইসিসির সিদ্ধান্ত, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাকবে রিজার্ভ ডে

- Advertisement -

সাদাম্টনে ভারত-নিউজিল্যান্ড ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল শুরু হবে ১৮ জুন। ফাইনালকে সামনে রেখে পূর্ব নির্ধারিত কিছু বিষয় খোলাসা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, আছে রিভার্জ ডে।

টেস্টের ৫ দিনে যদি প্রাকৃতিক দূর্যোগ অথবা আলোর সল্পতার কারণে ওভার কম হয় তবে সেই ওভারগুলোর জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে। অর্থাৎ ১৮ জুন থেকে শুরু হওয়া ম্যাচ ২২ জুন শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজনে ২৩ জুনও মাঠে থাকবে খেলা। তবে আছে অনেক যদি কিন্তুর হিসেব।

শুক্রবার গণমাধ্যমকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি। তবে রিজার্ভ ডেতে খেলা গড়ানোর ক্ষেত্রে কিছু বিষয়ের উপর রাখতে হবে নজর । ষষ্ঠ দিনে মাঠে খেলা গড়াবে কিনা সেটা নির্ভর করবে পঞ্চম দিনে ম্যাচ পরিস্থিতির উপর। ম্যাচে যদি জয়-পরাজয়ের কোনো সম্ভাবনা না থাকে অর্থাৎ ড্রয়ের পথে হাঁটে তবে আর ম্যাচ ষষ্ঠ দিনে গড়ানোর সম্ভাবনা নেই।

রিজার্ভ ডে’তে খেলা হবে কিনা সেটির সিদ্ধান্ত আসবে পঞ্চম দিনের শেষ ঘণ্টায়। ম্যাচ ড্র বা টাই হয়ে যুগ্নভাবে চ্যাম্পিয়ন হবে দুদল। অবশ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের শুরুর আগে,  ২০১৮ সালে ফাইনাল নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img