২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আউট হয়ে ইনজামামকে মনে করিয়ে দিলেন টেইলর

- Advertisement -

ভালো খেলতে থাকা টেইলর শরিফুল ইসলামের বলে হিট উইকেট হয়ে ফিরেছেন ৪৬ রানে। আর এই উইকেটের মাধ্যমেই ক্রিকেটপ্রেমীদের তিনি মনে করিয়ে দিয়েছেন মন্টি পানেসারের বলে ইনজামাম-উল-হকের স্ট্যাম্পের ওপর পড়ে যাওয়ার ঘটনাকে।

ম্যাচের পঁচিশতম ওভারের দ্বিতীয় বলে শরিফুলের ইসলামের বাউন্সারে ডাক করেছিলেন টেইলর, এরপরই ঘটে বিপত্তি। শট খেলার পর ফলো থ্রুতে ব্যাট গিয়ে লাগে স্ট্যাম্পে। স্ট্যাম্পের বেল পরে গেলে আম্পায়াররা যান থার্ড আম্পায়ারের কাছে আর থার্ড আম্পায়ার জানান আউট হয়েছেন ব্র্যান্ডন টেইলর।

আউট হওয়ার আগে এই ইনিংসেই টেইলর গ্র্যান্ট ফ্লাওয়ারকে কাটিয়ে জিম্বাবুয়ের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হয়েছিলেন। অবশ্য হিট উইকেট হওয়া ব্যাটসম্যানদের লিস্টে টেইলর শচিন টেন্ডুলকার, ভিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সদেরও পাচ্ছেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img