অস্ট্রেলিয়া সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছুটিতে রয়েছেন জাতীয় দলের খেলোয়াড়েরা। আর এই ফাঁকেই ১৭ আগস্ট দেশের প্রথম ডিটিএইচ কেবল প্রতিষ্ঠান আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
আকাশ তাদের যাত্রার শুরু থেকেই খেলাধুলার পৃষ্ঠপোষকতা করে এসেছে। জাতীয় দলের জার্সি স্পন্সের জন্য যখন কোনো প্রতিষ্ঠান পাওয়া যাচ্ছিলোনা তখনও এগিয়ে এসেছিলো আকাশ। জাতীয় দলের দুজন ক্রিকেটারের সাথে চুক্তিবদ্ধ হয়ে খেলাধুলার সাথে নিজেদের সম্পর্ক আরও মজবুত করলো এই প্রতিষ্ঠান।
১৬ আগস্ট নিজেদের ফেসবুক পেইজে আকাশ ঘোষনা দিয়েছিল তাদের সাথে নতুন পার্টনারশিপ শুরু হচ্ছে দুজন খেলোয়াড়ের, একদিন পরেই মুশফিক-মাহমুদউল্লাহর নাম প্রকাশ করেছে আকাশ। এই দুজন খেলোয়াড়ের সাথে আকাশের চুক্তি থাকবে আগামী এক বছরের জন্য।