২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার

আগস্টের ‘মাসসেরা’ ক্রিকেটার সিকান্দার রাজা

- Advertisement -

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার এবং ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে টপকে দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার পেলেন রাজা।

আগস্ট মাসটা স্বপ্নের মতো পার করেছেন সিকান্দার রাজা। বাংলাদেশের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে শতক হাঁকানোর পর ভারতের বিপক্ষেও পেয়েছেন শতকের দেখা। সেইসাথে বল হাতে ৭ উইকেট তাকে পৌঁছে দিয়েছিল ক্যারিয়ারসেরা অলরাউন্ডার র‌্যাংকিংয়ে (৪)।

মাসসেরার পুরস্কার পেয়ে ‘আইসিসিকে’ দেয়া এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডার জানান, “আইসিসির কাছ থেকে এমন পুরস্কার পেয়ে সত্যিই আমি গর্বিত। এটা অত্যন্ত খুশির ব্যাপার যে, আমি আমার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার অর্জন করতে পেরেছি। আমি আমার দলের সকল খেলোয়াড়, স্টাফকে ধন্যবাদ জানাচ্ছি, যারা গত ৩-৪ মাসের মধ্যে আমার এই পরিবর্তনের সাক্ষী ছিলেন।” 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img