ঘরের মাঠে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষেও পেরে উঠছে না পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে আছে ২-১ ব্যবধানে। যা কিছুতেই মানতে পারছেন না দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। পরীক্ষা-নিরীক্ষার অজুহাত বাদ দিয়ে বাবর আজমের দলকে জয়ের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন রমিজ।
“দলে তথাকথিত পরীক্ষা-নিরীক্ষা চলছে। একই ক্রিকেটার, শুধু তাদের পজিশন পরিবর্তন করা হয়েছে। বেঞ্চের শক্তি পরীক্ষার অজুহাত দেওয়ার পরিবর্তে এখন পাকিস্তানের জয়ের দিকে মনোনিবেশ করা বেশি গুরুত্বপূর্ণ। কোথায় এমন লেখা আছে, পরীক্ষা-নিরীক্ষা করতে ম্যাচ হারতে হবে? জিতলে আত্মবিশ্বাস বাড়ে, ড্রেসিং রুমের পরিবেশ ভালো থাকে।“– নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা
বৃহস্পতিবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৪ রানে হেরেছে পাকিস্তান। আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাঁর আগে এমন পারফর্ম্যান্স নিশ্চিতকরেই দলটাকে স্বস্তি দেওয়ার কথা না। তার মধ্যে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল।
শনিবার লাহোরে সিরিজের পঞ্চম শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান-নিউজিল্যান্ড। বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী ৬-ই জুন নিজেদের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান।