২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

আগের টেস্টের অপূর্ণতা এই টেস্টে ঘুচিয়ে দিচ্ছেন ল্যাথাম

- Advertisement -

শতক করে গ্যালারিতে বসা স্ত্রী আর নবাগত সন্তানের দিকে ব্যাট তুললেন। বাকি পঞ্চাশটি রান করার পরও তুললেন। যেভাবে ব্যাট করেছেন আজ সারাদিন, তাতে মনে হচ্ছে আগের টেস্টের ১ ও ১৪ রানে আউট হওয়াটাকে যেন ‘ব্যক্তিগত অপমান’ হিসেবে নিয়ে নিয়েছেন টম ল্যাথাম।

সেটাই হয়তো স্বাভাবিক। কারণ ক্যারিয়ার গড় ৪২ হলেও বাংলাদেশের বিপক্ষে ল্যাথামের গড় ৯০! ১২টি শতকের ৩টিই বাংলাদেশের বিপক্ষে। মাউন্ট মঙ্গানুইয়ের ব্যর্থতাটা তাই তাঁকে পোড়াবে সেটিই স্বাভাবিক। সেটির প্রতিশোধ নিতে হ্যাগলি ওভালে ল্যাথাম এখন পোড়াচ্ছেন বাংলাদেশকে। দুই একটি লাইফ পেয়েছেন। সেগুলোও সুদে আসলে ফিরিয়ে দিয়েছেন টাইগারদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ল্যাথামের রান ১৫৫*। নিউজিল্যান্ডের দলীয় স্কোর ২৬০/১। সঙ্গী ডেভন কনওয়েও (৪৫*) এগিয়ে যাচ্ছেন ফিফটির দিকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img