কাবুয়া মোরেয়ার প্রথম বলটিই আউটসুইং করে লাগলো ব্যাটের কানায়, কিপারের সেন্টিমিটারখানেক সামনে ড্রপ না খেলে হয়তো সেই বলেই আউট হতেন, তবে দ্বিতীয় বলে ফ্লিক করে ছক্কা মারার চেষ্টায় ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে অবশেষে কাবুয়া মোরেয়ার ভালো বোলিংকে ‘সার্থক’ বানালেন নাইম শেখ। আগেরদিন ৬৬ করে দলকে জেতানোর নায়ক আজ ফিরে গেলেন কোন রান না করেই।
পাপুয়া নিউগিনির বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশ খেয়েছে ধাক্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১.৩ ওভারে ৪/১।