পর্যাপ্ত অনুশীলন করতে না পারায় বাংলাদেশ ‘এ’ দলের সাথে খেলতে মূল দলের আগেই পাকিস্তান গেছেন মুশফিকুর রহিম। তবে সেখানে নেটে অনুশীলন করার সময় আঙ্গুলে চোট পেয়েছেন এই ব্যাটার। ব্যাট করা হয়নি চারদিনের ম্যাচের দ্বিতীয় ইনিংসেও। শনিবার পিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় চোটের কথা জানিয়েছেন মুশফিক নিজেই।
ভিডিও বার্তায় মুশফিক বলেছেন, “যেহেতু কয়েকদিন ভারী বৃষ্টির বাধা ছিল, আমরা ভালোভাবে অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েকদিন আমরা শুধু একটা নেট সেশন করেছি, যেটা যথেষ্ট ছিলনা। মিডেলে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। প্রথম ইনিংসটা ভালো যায়নি কিন্তু দ্বিতীয় ইনিংসের আগে আমি নেট অনুশীলনে আঙ্গুলে চোট পাই সেজন্য ব্যাট করা হয়নি।“
তবে চোট পেলেও তা গুরুতর নয় বলেই জানিয়েছেন মুশফিক। বাংলাদেশের হয়ে প্রথম টেস্টে তাকে মাঠে দেখা যাবে এই উইকেট কিপার ব্যাটারকে। মুশফিক বলেন, “আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে যাব এবং ইনশাআল্লাহ ম্যাচগুলো খেলব।“
এদিকে প্রথম ম্যাচেই চোট পেয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়ও। প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান জয়। তিন সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। যার কারণে বাবর আজমদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না তরুণ এই ব্যাটারের।