২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

আজকের ফুটবলের সময়সূচি

- Advertisement -

আজ রাতে ফিরছে লিগ ফুটবল। ইংলিশ লিগে নিজেদের মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নামবে লিভারপুল। শেষ পাঁচ ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারে নি তারা, উলটো গত ম্যাচে হেরেছে বিশাল ব্যবধানে। আজ অলরেডদের প্রতিপক্ষ লেস্টার সিটি। ফিরবেন জেমি ভার্ডি যিনি হার্নিয়া অস্ত্রোপচারের জন্য মাঠের বাইরে ছিলেন। ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। 

ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলতে নামবে বার্নলি রাত ৯টায়। আরেকটি বিগ ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে খেলতে যাবে মরিনহোর শিষ্যরা। টটেনহ্যামের জন্য সময়টা ভালো যাচ্ছে না, গোল করার চেয়ে গোল কন্সিড করছে বেশি। শেষ চার পরাজয়ে গড়ে দ্বিগুণ গোল খেয়ে ম্যাচগুলো থেকে পয়েন্ট হারিয়েছে তারা। এই ম্যাচটি রাত সাড়ে এগারোটায় সম্প্রচারিত হবে। ব্রাইটন বনাম অ্যাস্টন ভিলার ম্যাচ দিবাগত রাত ২টায় হবে।

স্প্যানিশ লা লিগায় টেবিল টপার আতলেতিকো মাদ্রিদ খেলতে নামবে গ্রানাডার বিপক্ষে ঠিক সন্ধ্যা ৭টায়। বাংলাদেশ সময় রাত ২টায় মেসিদের প্রতিপক্ষ আলাভেস, বার্সেলোনা আজকের ম্যাচটি জিতলে টপকে যাবে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদকে। 

অন্যান্য লিগেও রয়েছে কয়েকটি ম্যাচ। সিরি-আতে বিগ ম্যাচে মুখোমুখি হবে নাপোলি এবং জুভেন্টাস (রাত ১১ টায়)। লিগ ওয়ানে পিএসজির ম্যাচ নিসের বিপক্ষে রাত ১০ টায়। সাঞ্চো, রেয়াসরা নিজেদের মাঠে রাত সাড়ে আটটায় খেলবে হফেনহামের বিপক্ষে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img