আগের ম্যাচে তাসকিন এই ম্যাচে মুস্তাফিজ, এটুকুই পার্থক্য; তবে বাবর আজম বোল্ড একইভাবে। হয়তো টিম ম্যানেজমেন্টের বাবরকে নিয়ে পরিকল্পনা শতভাগ কাজে লেগেছে। তবে অন্য প্রতিটি ক্ষেত্রে পরিকল্পনা যে চরম ব্যর্থ হচ্ছে তার প্রমাণ দিয়েই বাংলাদেশকে ১০৮ রানে অলআউট করে ম্যাচ ও সিরিজ জয়ের পথে ভালোভাবেই আছে পাকিস্তান, রেখেছেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে পাকিস্তানের স্কোর ৫৮/১। ফখর জামান ২৬(২৬) ও মোহাম্মদ রিজওয়ান ২৮(৩৫) করে অপরাজিত আছেন।