২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

‘আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের’ পুরস্কার পেলেন ইমরান খান

- Advertisement -

দুবাইতে অনুষ্ঠিত মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ক্রিয়েটিভ স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে “আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের” পুরস্কার পেয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেটার ইমরান খান। রোববার দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং দুবাই স্পোর্টস কাউন্সিলের চেয়ারম্যান আল তাইয়ের শেখ মনসুর বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এ পুরস্কার বিতরণ করেন।

১৯৭১ সালে জাতীয় দলে অভিষেকের পর পাকিস্তান ক্রিকেটে অসামান্য অবদান রাখেন ইমরান খান। হয়ে উঠেন বিশ্বের অন্যতম ক্রিকেটারদের একজন। তাঁর নেতৃত্বেই ১৯৯২ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। যা পাকিস্তানের আর কোনো ওয়ানডে অধিনায়ক করে দেখাতে পারেনি। এছাড়াও, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবেও ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা পালন করেছেন সাবেক এই অধিনায়ক।

২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ৮৮টি টেস্ট ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে ব্যাট হাতে ছয়টি সেঞ্চুরিসহ ৩৮০৭ রান করেছিলেন এবং ৩৬২টি উইকেট নিয়েছিলেন এই অলরাউন্ডার। পাশাপাশি, ওয়ানডেতে ১৭৫ ম্যাচে একটি শতকসহ ৩৭০৯ রান এবং ১৮২ টি উইকেট পেয়েছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img