১৯ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

আফগানিস্তান-নিউজিল্যান্ডের টেস্টের চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত

- Advertisement -

বৃহস্পতিবার পরিত্যক্ত হলো আফগানিস্তান-নিউজিল্যান্ডের একমাত্র টেস্টের চার চারটি দিন। ভারতের গ্রেটার নয়ডায় ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু ম্যাচ শুরু হওয়া তো অনেক দূর, বৃষ্টি আর ভেজা মাঠের কারণে টসই অনুষ্ঠিত হয়নি এখনও।

গ্রেটার নয়ডায় প্রথম দুই দিনের খেলা পরিত্যক্ত হয়েছিল আগের রাতের বৃষ্টিতে আউটফিল্ড খেলার অনুপযুক্ত থাকায়। যদিও ফ্যান-কম্বল দিয়ে মাঠ শুকানোর টেষ্টা করা হয়েছিল। তবে তাতেও কাজ হয়নি।

তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষিত হয়েছিল দিনের খেলার শুরুর নির্ধারিত সময়ের আগেই। একই অবস্থা ছিল চতুর্থ দিনেও। ১২ সেপ্টেম্বর সকালেই হানা দেয় বৃষ্টি। আগেরদিন সন্ধ্যায়ও অবশ্য ঘণ্টা তিনেক বৃষ্টি হয়েছিল এই মাঠে। যার কারণে দুই আম্পায়ার শরাফউদ্দৌলা এবং কুমার ধর্মসেনা এ দিন আর দেরি করেননি। স্থানীয় সময় অনুযায়ী একটু আগেভাগেই তাই পরিত্যক্ত ঘোষণা করা হয় চতুর্থ দিনের খেলা।

ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই দিল্লি এনসিআর-এ বৃষ্টি হচ্ছে। সূর্যের দেখা মেলার সম্ভাবনাও নেই বললেই চলে। যার কারণে মাঠকর্মীরা মাটি শুকাতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এছাড়া দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত নয়ডায় বৃষ্টির ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি। সেজন্যই টস ছাড়াই বাতিল করা হয়েছে ম্যাচের চতুর্থ দিনটিও।

এমন পরিস্থিতিতে ফলাফল কোনদিকে যাব সেই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে। ম্যাচের পাঁচ দিনই যদি বৃষ্টি হয় তাহলে কী হবে? শেষ দিনে খেলা হবে কি হবে না, তা জানা যাবে শুক্রবার সকাল ৮টায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img