৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

আফগানিস্তানের পেস-বোলিং পরামর্শকের দায়িত্ব ছাড়লেন টেইট

- Advertisement -

কদিন আগেই ল্যান্স ক্লুজনার চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছিলেন।  চব্বিশ ঘন্টা না পেরুতেই কোচিং আফগানিস্তানের পেস-বোলিং পরামর্শকের দায়িত্ব ছেড়ে দিলেন শন টেইট। চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও বুধবার সংক্ষিপ্ত বিবৃতিতে চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।

চাকরি ছাড়লেও আফগান পেসারদের প্রশংসায় টেইট ছিলেন পঞ্চমুখ। গেল বিশ্বকাপকে সামনে রেখেই টেইটকে পেস বোলিং পরামর্শক নিযুক্ত করেছিল আফগানিস্তান।

“আফগানিস্তানের ক্রিকেটারদের সাথে কাজ করতে পারা সত্যিই অসাধারণ ছিল। বিশেষকরে যদি বলি দলটির ফাস্ট বোলারদের সঙ্গে। আমার মনে হয়, তাদের দারুণ ভবিষ্যত আছে” – বলেছেন টেইট

ক্রিকেটীয় জীবনে টেইট তার গতির জন্যই বেশী পরিচিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২০০৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত।  ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর টেইট যুক্ত হন কোচিং-এর সাথে। এখন তিনি কাজ করছেন আবু ধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img