২৪ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

আফগানিস্তানের বিপক্ষে পুরানদের ১০৪ রানের বিশাল জয়

- Advertisement -

টসে জিতে আফগানিস্তানের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত, ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। ঝড়ো শুরু, দ্বিতীয় ওভারেই ব্র্যান্ডন কিং (৭) প্যাভিলিয়নে ফিরলেও থামানো যায়নি জনসন চার্লস আর নিকোলাস পুরানকে। পাওয়ারপ্লেতেই স্বাগতিকদের রান ৯২, বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। এরমধ্যে ইনিংসের চতুর্থ ওভারে আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই দিয়েছেন ৩৬ রান! ছক্কা খেয়েছেন তিনটি, ওয়াইড-নো বল-লেগ বাইয়েও চার হওয়াতেই মূলত ৩৬।

শুরুর ঝড় শেষ অব্দি চলেছে। পুরানের ৯৮ রানের দুর্দান্ত ইনিংসে ২১৮ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। যা এবারের বিশ্বকাপে সর্বোচ্চ, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে এত রান করেনি ওয়েস্ট ইন্ডিজ! পুরান ছাড়াও রান পেয়েছেন চার্লস (৪৩), শাই হোপ (২৫) এবং রোভমান পাওয়েল (২৬)। আফগানিস্তানের হয়ে ২ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন গুলবাদিন নাইব।

২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১৪ রানেই অলআউট আফগানিস্তান। প্রথম ওভারেই আকিল হোসেনের শিকার ফর্মে থাকা রহমানুল্লাহ গুরবাজ (০)। পাওয়ারপ্লেতে আর কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান করলেও, ইব্রাহিম জাদরান (৩৮) ফেরার পর কোনো ব্যাটার খেলতে পারেননি বড় ইনিংস। উইন্ডিজের ১০৪ রানের বিশাল জয়, ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন ওবেদ ম্যা’কয়।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img